আনোয়ারায় সমাজসেবী সৈয়দ ফেরদৌসের ইন্তেকাল

গাউছিয়া কমিটি আনোয়ারা উপজেলা শাখাার সাবেক অর্থ সম্পাদক , সমাজসেবী সৈয়দ মোহাম্মদ ফেরদৌস (৭২) বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান। বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল ১১টায় মরহুমের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার শিলাইগড়া সৈয়দবাড়ি মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সৈয়দ ফেরদৌস জামেয়া আহমদিয়া ব্যাচ ৯৯ এর সদস্য সৈয়দ আমজাদ হোসাইনের পিতা। তাঁর মৃত্যুতে জাগরণ সভাপতি আজাদ মঈনুদ্দীন, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, অর্থ সম্পাদক মনির আহমদ, সদস্য বোরহান উদ্দিন আজাদ, রেজা মোজাম্মেদ, সাবেক সভাপতি তৈয়বুল ইসলাম, হাফেজ নাজিম উদ্দিন যুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নিউজটি শেয়ার করুন